কুষ্টিয়ার কয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা আটক
কুষ্টিয়া প্রতিনিধি,ওয়াহিদুজ্জামান অর্ক:
কুষ্টিয়া জেলার কুমারখালীতে কয়া মহাবিদ্যালয় চত্বরের বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমানকে আটক করেছে পুলিশ।এ ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কুমারখালী থানায় একটি মামলা হয়েছে।এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করলো পুলিশ।শুক্রবার সন্ধ্যায় চারজনকে আটক এবং মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।আটকরা হলেন কয়া বাঘা যতীন ডিগ্রি কলেজের সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুনু,অধ্যক্ষ হারুন অর রশিদ ও নৈশপ্রহরী খলিলুর রহমান এবং কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।পরে জিজ্ঞাসাবাদের জন্য মোট চার জনকে থানায় নেওয়া হয়েছে।এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান এই ঘটনার সঙ্গে যারা জড়িত,তাদেরকেও আইনের আওতায় আনা হবে।